স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক নিয়মিত বাজার অভিযানে আজ সোম বার ময়মনসিংহ সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ টি ফার্মেসিসহ ৯ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৮০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় নষ্ট বেগুন,কাঁকরোল,পেঁপে,কালারযুক্ত সস ধ্বংস করা হয়।পরবর্তীতে উপস্থিত জনসাধারণ ও ব্যবসায়ীগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে সঙ্গে ছিলেন জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী,সদর স্যানিটারি ইন্সপেক্টার শামসুল আলম,ক্যাব সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ।সার্বিক সহযোগিতায় ছিল ময়মনসিংহ জেলা প্রশাসন। জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সূত্রঃ দৈনিক ময়মনসিংহ
No comments:
Post a Comment