ময়মনসিংহ আকুয়া বাইপাস থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক ময়মনসিংহ

stay with dainikmymensingh.blogspot.com and watch update news and much more

ব্রেকিং নিউজ

Wednesday, August 16, 2017

ময়মনসিংহ আকুয়া বাইপাস থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া বাইপাস সড়ক এলাকা থেকে অজ্ঞাত ( ২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোফাজ্জল নামে এক শ্রমিককে আটক করে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট ) সকাল ১০ টার দিকে আকুয়া ইউনিয়নের বাড়েরা এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পাশের এক বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ইট ভাটায় কাজ করার জন্য কিছু শ্রমিক ওই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন তারা মৃতদেহ পানিতে বাসতে দেখে। পরে তারা স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
সুত্রঃ
 দৈনিক
ময়মনসিংহ


No comments:

Post a Comment

Post Top Ad