অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে সিরিজ ২০১৭ - দৈনিক ময়মনসিংহ

stay with dainikmymensingh.blogspot.com and watch update news and much more

ব্রেকিং নিউজ

Tuesday, August 15, 2017

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে সিরিজ ২০১৭

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সে সফরের জন্য আজ টেস্ট দল ঘোষণা করেছে ওজি ক্রিকেট বোর্ড। স্টিভ স্মিথকে অধিনায়ক করে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজকে সামনে রেখে স্টার্ককে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া ভারদের বিপক্ষে বিধ্বংসী বোলার স্টিভ ও’কিফকে রাখা হয়নি দলে। 
১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ ও ম্যাথু ওয়েড।
একনজরে সময়সূচি
১৮ আগস্ট-বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া
২২ থেকে ২৪ আগস্ট-ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ
২৭ থেকে ৩১ আগস্ট-ঢাকায় প্রথম টেস্ট
৪ থেকে ৮ সেপ্টেম্বর- চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট।

No comments:

Post a Comment

Post Top Ad